তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান জুড়ে চলছে অস্থিরতা। ক্রীড়াক্ষেত্রেও পড়েছে এর প্রভাব। সম্প্রতি দেশ ছাড়তে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু 🌞হয়েছে এক তরুণ ফুটবলারের। এবার দেশ ছাড়লেন টোকিও অলিম্পিকে আফগানিস্তানের পতাকা বহনকারী নারী অ্যাথলেট কামিয়া ইউসুফিও। তার দেশ ছাড়ার বিষয়টি নিউইয়র্ক টাইমসে নিশ্চিত করেছেন আফগানিস্তান অলিম্পিক কমিটির মুখপাত্র আরেফ🎀 পেমান।
এর আগে ১৯৯৬ সাꦗলে ক্ষমতা দখল করের তালেবান। সে বছরই ইরানে জন্মগ্রহণ করেন কামিয়া ইউসুফিও। এবারও তিনি ইরানেই পা♚ড়ি জমিয়েছেন।
মাত্র ১৩ বছর বয়সে স্প্রিন্টার ক্যারিয়ার শুরু হয় তার। তখন শরনার্থী হিসেবে খেললেও ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে অংশ নেন আফগানিস্তানের হয়ে। অবশꦰ্য আফগানিস্তানের হয়ে একমাত্র নারী অ্যাথলেট হিসেবে অলিম্পඣিকে অংশ নিয়েছিলেন তিনি।
রিও অলিম্পিকে স্প্রিন্টে ১৪.০২ সেকেন্ড সময় নিয়ে আফগান রেকর্ড গড়েন কামিয়া। এরপর দেশের হয়ে টোকিও ✤অলিম্পিকে নেমেই নিজের রেকর্ড ভাঙেন তিনি।
১০০ মিটার স্প্রিন্টে হিট থেকে বাদ পড়লেও ১৩.২৯ সেক෴েন্ড সময় নিয়ে আফগান রেকর্ড গড়েন তি🐷নি।